ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ফেসবুক পোস্ট দেওয়ার জেরে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
বাগেরহাটে ফেসবুক পোস্ট দেওয়ার জেরে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

বাগেরহাট : বাগেরহাটের চিতলমারীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে প্রতিপক্ষের হামলায় কাজী নিজাম  (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  
বুধবার (১২ মার্চ) বেলা ১১টায় ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার (১১ মার্চ) রাতে উপজেলার হিজলা ইউনিয়নের মাঠপাড়া এলাকায় ফেসবুকে স্টাটাস দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নাজিমসহ অন্তত ৬জন আহত হয়। ওই রাতেই নাজিমের ভাই জামাল কাজী বাদী হয়ে একই এলাকার মোঃ সাইফুল মোল্লাকে প্রধান করে ১৯জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনের নামে মামলা করেন।  

ওই মামলায় এজাহার নামীয় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ সাইফুল মোল্লা (৩৮), সৈকত শেখ (২২) ও চান মিয়া (৩৮)।

নিহত কাজী নিজাম হিজলা গ্রামের মৃত্যু নুর মোহাম্মদের কাজীর ছেলে। কাজী নিজাম চিতলমারী উপজেলা জিয়া মঞ্চের সভাপতি বলে জানা গেছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এস,এম শাহাদাৎ হোসেন বলেন, ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে কাজী নিজাম নামের এক ব্যক্তিকে কুপিয়েছে তার প্রতিপক্ষরা। নিহতের ভাইয়ের মামলায় হত্যার সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ এখনও এলাকায় পৌছায়নি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলার অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।


বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।