ঢাকা, বৃহস্পতিবার, ২৮ ফাল্গুন ১৪৩১, ১৩ মার্চ ২০২৫, ১২ রমজান ১৪৪৬

জাতীয়

খুলনায় নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় ইজিবাইক চালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
খুলনায় নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় ইজিবাইক চালক নিহত

খুলনা: খুলনায় নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় শাহীন শেখ নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ৩টা ৪৫ মিনিটের দিকে খানজাহান আলী (র.) সেতুর পশ্চিম দিকে এ দূর্ঘটনা ঘটে।

নিহত শাহিন লবণচরা থানাধীন বুখারিয়াপাড়া মোসলেম শেখের ছেলে।  

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, ধানসিঁড়ি পরিবহনের ব্যানারে তিতাস পরিবহন নামে একটি গাড়ি বরিশাল হলে খুলনার দিকে আসছিল। রূপসা সেতু পার হয়ে পশ্চিম দিকে এসে পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে শাহীন শেখের ইজিবাইকের ওপর উঠিয়ে দেয়। ঘটনাস্থলে ইজিবাইক চালক শাহীনের মৃত্যু হয়। গাড়িটিকে আটক করা গেলেও চালককে আটক করা সম্ভব হয়নি।

এছাড়া বাসের আঘাতে অপর একজন মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।  

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।