ঢাকা, বৃহস্পতিবার, ৬ চৈত্র ১৪৩১, ২০ মার্চ ২০২৫, ১৯ রমজান ১৪৪৬

জাতীয়

গণঅভ্যুত্থানে শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
গণঅভ্যুত্থানে শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক এক প্রতীকী ছবি

ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত পটুয়াখালীর দুমকি উপজেলার এক শহীদের (১৭) মেয়েকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন-পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সি এবং সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সি।

অভিযুক্ত সাকিব মুন্সিকে পুলিশ আটক করেছে এবং সিফাত মুন্সি পলাতক রয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যার পরে উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম আলগী গ্রামে মৃত জলিল মুন্সির ভিটা বাগানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার পরে উপজেলার এক শহীদের মেয়ে তার বাবার কবর জিয়ারত শেষে নানার বাড়ি যাচ্ছিলেন। পথে নলদোয়ানী থেকে অভিযুক্ত সাকিব ও সিফাত তার পিছু নেয়। একপর্যায়ে তারা হঠাৎ মেয়েটির মুখ চেপে ধরে পার্শ্ববর্তী জলিল মুন্সির ভিটা বাগানে নিয়ে যায়। ধস্তাধস্তির একপর্যায়ে ভুক্তভোগীকে তারা ধর্ষণ করে এবং নগ্ন ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

পরে বুধবার ভুক্তভোগী দুমকি থানায় অভিযোগ দায়ের করেন এবং সরেজমিন পরিদর্শন শেষে ডাক্তারি পরীক্ষার জন্য লামিয়াকে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, এ ঘটনায় দুমকি থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। একজনকে আটক করা হলেও অপর অভিযুক্তকে আটকে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।