ঢাকা, সোমবার, ১০ চৈত্র ১৪৩১, ২৪ মার্চ ২০২৫, ২৩ রমজান ১৪৪৬

জাতীয়

আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যাকারীদের বিচার দাবিতে কুড়িলে বিক্ষোভ-মিছিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যাকারীদের বিচার দাবিতে কুড়িলে বিক্ষোভ-মিছিল

ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোডে ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ও জুলাই-আগস্টেসহ গণহত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ-মিছিল করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) গেট থেকে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এমজে এইচ মঞ্জু ও সদস্য সচিব আতিক শাহরিয়া।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।