ঢাকা, বুধবার, ১২ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

জাতীয়

বিআইএম এর ট্রেনিং কমপ্লেক্সে দক্ষ মানব সম্পদ সৃষ্টি করবে: শিল্প উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৫
বিআইএম এর ট্রেনিং কমপ্লেক্সে দক্ষ মানব সম্পদ সৃষ্টি করবে: শিল্প উপদেষ্টা

ঢাকা: বিআইএম এর নবনির্মিত ট্রেনিং কমপ্লেক্সের মাধ্যমে আমরা দক্ষ মানব সম্পদ সৃষ্টি করতে পারি, যা বাংলাদেশে তো বটেই, দেশের বাইরেও আমাদের মুখ উজ্জ্বল করবে বলে জানিয়েছেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

সোমবার (২৪ মার্চ) ঢাকায় মিরপুর রোডে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর ট্রেনিং কমপ্লেক্স এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিআইএম এর নবনির্মিত ১২ তলা ট্রেনিং কমপ্লেক্স শুভ উদ্বোধন করেন ২০২৪ এর ছাত্র গণঅভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজ-এর মা ফারহানা দিবা।

এসময় উপস্থিত ছিলেন শিল্প সচিব মো: ওবায়দুর রহমান এবং বিআইএম মহাপরিচালক (অতিরিক্ত সচিব) রাশিদুল হাসানসহশিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীবৃন্দ, বিআইএম এর ফ্যাকাল্টিজ ও কর্মকর্তারা।

এসময় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এর নবনির্মিত ট্রেনিং কমপ্লেক্স এর মাধ্যমে আমরা যেন প্রশিক্ষণের ক্ষেত্রে উৎকর্ষতা অর্জন করতে পারি। এমন দক্ষ মানব সম্পদ সৃষ্টি করতে পারি, যা বাংলাদেশে তো বটেই, দেশের বাইরেও আমাদের মুখ উজ্জ্বল করবে।  

তিনি বলেন, বিআইএম সরকারের পাশাপশি বেসরকারি খাতের উন্নয়নেও ভূমিকা রাখতে পারবে। প্রশিক্ষণ কেন্দ্রটির সকল আধুনিক ফ্যাসিলিটিজ, যারা প্রশিক্ষণ নিতে আসবে তাদের কাজে লাগাতে হবে। এর মাধ্যমে বিআইএম দেশ ও দেশের বাইরে পরিচিত হয়ে উঠবে।

শিল্প সচিব মো: ওবায়দুর রহমান বলেন, প্রশিক্ষণের ক্ষেত্রে বিআইএম ১৯৬০ সাল থেকে উল্লেখযোগ্য নাম। যেসব বিষয়ে চাহিদা রয়েছে, সেসকল বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আমাদের জনবলকে বিশ্বমানের করতে হবে। বিআইএম মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি করা গেলে, বাংলাদেশে আর বিদেশী জনবলের প্রয়োজন হবে না।

২০২৪ এর ছাত্র গণঅভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজ-এর বাবা আলহাজ্ব শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, ফারহান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অত্যন্ত মেধাবি ছাত্র ছিল। তার স্বপ্ন ছিল নাসায় গবেষণা করার। সে অত্যন্ত সম্ভাবনাময় ছেলে ছিল। আমার ছেলেসহ সকল শহীদরা চেয়েছিল ফ্যাসিবাদ মুক্ত, দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে। আমরা হানাহানীর বাংলাদেশ চাই না। আমার ছেলেসহ যারা জীবন দিয়েছিল, তারা যেভাবে চেয়েছিল, আমরা সেইভাবে সুন্দর একটা বাংলাদেশ কামনা করছি।

ঢাকাস্থ বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) কে শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় নির্মিত ১২তলা বিশিষ্ট ট্রেনিং কমপ্লেএক্সের নির্মাণে ব্যয় হয়েছে ১৫৫.৮৬ কোটি টাকা। যার মোট ফ্লোরের আয়তন ২ লাখ ৩৮ হাজার ৮০০ বর্গফুট। কমপ্লেএক্সটিতে রয়েছে ২৪টি শ্রেণীকক্ষ, ৩টি সেমি গ্যালারি শ্রেণিকক্ষ, অডিটোরিয়াম, কনফারেন্স হল, সেমিনার হল, মাল্টিপারপাজ হল, ওয়ার্কশপ হল ও হোস্টেলসহ প্রশিক্ষণের বিভিন্ন সুবিধা।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ২৪,২০২৫
জিসিজি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।