ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফেব্রুয়ারিতেই অবাধ-শান্তিপূর্ণ নির্বাচন করার অঙ্গীকার প্রধান উপদেষ্টার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৪, সেপ্টেম্বর ১৭, ২০২৫
ফেব্রুয়ারিতেই অবাধ-শান্তিপূর্ণ নির্বাচন করার অঙ্গীকার প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মৌনির সাতৌরির নেতৃত্বে ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের (এমইপি) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা ইতোমধ্যেই নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছি। রমজানের আগে ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, জাতীয় নির্বাচন হবে শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন, স্বচ্ছ ও উৎসবমুখর। যদিও কিছু শক্তি এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, অন্তর্বর্তী সরকার সময়মতো নির্বাচন আয়োজন করতে দৃঢ়প্রতিজ্ঞ।

অধ্যাপক ইউনূস আশা প্রকাশ করে বলেন, তরুণ ভোটাররা রেকর্ড সংখ্যায় ভোট দিতে আসবে, কারণ ১৫ বছরেরও বেশি সময় পর তাদের অনেকেই প্রথমবারের মতো ভোট দেবে। ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের জন্য এক নতুন সূচনা বয়ে আনবে। এটি আমাদের ইতিহাসে নতুন অধ্যায় হবে— জাতির জন্য নতুন যাত্রা শুরু হবে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, বহু বছর পর, কিছু বিশ্ববিদ্যালয়ে তিন দশকেরও বেশি সময় পর ছাত্রসংসদ নির্বাচন পুনরায় শুরু হওয়ায় জনসাধারণ বিশেষ করে তরুণদের মধ্যে উৎসাহ বেড়েছে।

সফররত ইউরোপীয় ইউনিয়নের সংসদ সদস্যরা আশাবাদ প্রকাশ করেন বলেন, আসন্ন নির্বাচন বাংলাদেশের জন্য একটি মোড় ঘোরানো মুহূর্ত হতে পারে। তারা প্রধান উপদেষ্টা ও তার দলের গত ১৪ মাসের ‘অসাধারণ’ প্রচেষ্টার প্রশংসা করেন।

এমইউএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।