ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে নাশকতার অভিযোগে সাংবাদিক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৪
নোয়াখালীতে নাশকতার অভিযোগে সাংবাদিক গ্রেফতার

নোয়াখালী: নোয়াখালীর স্থানীয় দৈনিক নয়া পৃথিবীর সম্পাদক ও প্রকাশক মো. জাহাঙ্গীর আলমকে (৪০) হরতালে নাশকতায় জড়িত অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

 

শুক্রবার দুপুরে জেলা শহরের দত্তেরহাট বাজার থেকে তাকে গ্রেফতার কর‍া হয়।

 

গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম নোয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের মৃত আবদুল ওয়াহেদ মিয়ার ছেলে। তিনি ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি।

 

আটকের বিষয়টি নিশ্চিত করে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার বাংলানিউজকে জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে হরতাল-অবরোধের সময় দত্তেরহাট বাজারে নাশকতার  অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।

 

বাংলাদেশ সময়: ১৭০৬  ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।