ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রে হাবিবের সংগীত সন্ধ্যা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রে হাবিবের সংগীত সন্ধ্যা

ঢাকা: নতুন বছর উদযাপন উপলক্ষে শুক্রবার (০৯ জানুয়ারি) একটি সংগীত সন্ধ্যায় অংশ নেবেন দেশের জনপ্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদ। ইন্দ্রিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র এ সংগীত সন্ধ্যার আয়োজন করছে।



বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সংস্কৃতি কেন্দ্রটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর ধানমন্ডিতে ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রে এ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে।

এ সংগীতানুষ্ঠান জনসাধারণের জন্য উন্মুক্ত, তবে আসন সংখ্যা সীমিত বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

আধুনিক বাংলা পপ সংগীতের জনপ্রিয় তারকা ফেরদৌস ওয়াহিদের ছেলে হাবিব ওয়াহিদ দেশের শ্রোতাদের কাছে ‘হাবিব’ নামেই বেশি পরিচিত। হাবিবের প্রথম লোকসঙ্গীতের রিমিক্স অ্যালবাম ‘কৃষ্ণ’। এর মধ্যেই তিনি নিজেকে দেশের অন্যতম জনপ্রিয় তরুণ সঙ্গীত পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।