ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুক্তিযুদ্ধকালীন ২৪০ রাউন্ড গুলি, ৫ বেয়নেট উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
মুক্তিযুদ্ধকালীন ২৪০ রাউন্ড গুলি, ৫ বেয়নেট উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মুক্তিযুদ্ধের সময়ের ২৪০ রাউন্ড পরিত্যক্ত গুলি ও পাঁচটি বেয়নেট উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আহুতিয়া ইউনিয়নের আহুতিয়া গ্রামে মাটির নিচ থেকে এসব উদ্ধার করা হয়।



পুলিশ জানায়, আহুতিয়া গ্রামের রশিদ ভেন্ডারের জমিতে মাটি কাটার সময় শ্রমিকরা পরিত্যক্ত গুলি ও বেয়নেট দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এসব উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫       

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।