ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় চিংড়ি ঘের নিয়ে সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
চকরিয়ায় চিংড়ি ঘের নিয়ে সংঘর্ষে নিহত ১

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে জাহেদ নামে একজন নিহত হয়েছেন।

এসময় ৩টি অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

এসময় গুলিবিদ্ধ হয়েছেন পুলিশসহ ২ জন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চকিরয়া উপজেলার চরণদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।

চকরিয়ায় দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (সার্কেল) মাসুদ আলম বাংলানিউজকে জানান, সকালে চরণদ্বীপে একটি চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ বাধে। এসময় উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান জাহেদ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোঁড়া হয়। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোঁড়ে। এ সময় আতাউর নামে এক ব্যক্তি ও এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন।

ঘটনাস্থল থেকে ৩টি অস্ত্র উদ্ধার ও ৪ জনকে আটক করা হয়েছে। সেখানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।