বরিশাল: বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে এ দু’টি দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. পান্না ও আওলাদ (৪২) নামে এক কাস্টমস কর্মকর্তার নাম জানা গেছে।
বরিশালের উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম জানান, উজিরপুরের পূর্ব নারায়ণপূর এলাকায় বাসের চাপায় মাহেন্দ্রর (থ্রি-হুইলার) তিন যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে বরিশাল-স্বরূপকাঠি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে আওলাদ (৪২) নামে এক ব্যক্তির নাম জানা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে একটি মাহেন্দ্র বানারীপাড়া যাচ্ছিল। পথে পূর্ব নারায়ণপূর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস মাহেন্দ্রটিকে চাপা দিলে ঘটনাস্থলেই এর তিন যাত্রী মারা যান। এসময় গুরুতর আহত হন আরো এক যাত্রী।
আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলো উদ্ধার করে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন প্রায় এক ঘণ্টা বরিশাল-স্বরূপকাঠী সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের মধ্যস্থতায় জনগণ অবরোধ তুলে নেয়।
এদিকে, বেলা ১১টার দিকে বরিশাল-লাহারহাট সড়কের দিনারের পুল নামক স্থানে বাস খাদে পড়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. পান্নার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরো পাঁচজন।
বরিশাল মেট্রোপলিটন বন্দর (সাহেবেরহাট) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, সাহেবেরহাট থানাধীন লাহারহাট থেকে হাক্কানী পরিবহনের একটি বাস বরিশালের চরকাউয়া খেয়াঘাটের উদ্দেশে আসছিল। পথে দিনারের পুল নামক স্থানে এলে বাসের চাকা ফেটে যায়। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী পান্নার মৃত্যু হয়। এ ঘটনায় আহত রাজীব সিকদার (২২), রাজীব হোসেন (৩০), রফিক (৩০), মজিবুল (৫০) ও ইতি রানীকে (২২) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫
** উজিরপুরে বাসচাপায় নিহত ৩