ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুলাউড়ায় ট্রেন লাইনচ্যুতির ঘটনায় তদন্ত কমিটি

ডিস্ট্রিক্ট করেসন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
কুলাউড়ায় ট্রেন লাইনচ্যুতির ঘটনায় তদন্ত কমিটি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় লাইনচ্যুত উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও ৫ বগি লাইনচ্যুতের ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকেলে বিভাগীয় পরিবহন কর্মকতা নাজমুল ইসলামকে প্রধান করে সাত দিনের মধ্যে ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নিদের্শ দেওয়া হয়েছে।



তদন্ত কমিটিতে রয়েছে, বিভাগীয় ব্যবস্থাপনা প্রকৌশলী  (লোকো) সাদিকুর রহমান, বিভাগীয় প্রকৌশলী আরমান হোসেন, নিরাপত্তা কমান্ডে সত্তার ভুইয়া।

কুলাউড়া রেলস্টেশন মাস্টার শামছুল আহমদ বাংলানিউজকে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
এর আগে, দুর্বৃত্তরা রেল লাইনের ফিসপ্লেট খুলে রাখায় বুধবার রাত ৩টা ৬ মিনিটে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু ও টিলাগাঁও রেলস্টেশনের মধ্যবর্তী বাঘের টেক এলাকায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও পাঁচ বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

কুলাউড়ার স্টেশন মাস্টার শামছুল আলম জানান, ১১ বগির ট্রেনটি প্রায় ৭০০ এর বেশি যাত্রী নিয়ে সিলেট থেকে চট্টগ্রাম যাচ্ছিলো। ফিসপ্লেট খোলা থাকায় ইঞ্জিন ও পাঁচ বগি লাইনচ্যুত হয়। এতে ওই বগিগুলোতে থাকা একশ’ থেকে দেড়শ’ যাত্রী আহত হয়েছেন।

তিনি আরও জানান, খবর পেয়েই মৌলভীবাজার ও কুলাউড়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট যাত্রীদের উদ্ধারে ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা কিছুসংখ্যক যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গির হোসেন বাংলানিউজকে জানান, সিলেট থেকে একটি ইঞ্জিন এনে অক্ষত পাঁচ বগি যাত্রীসহ পেছনের দিকে কুলাউড়া স্টেশনে নিয়ে যাওয়া হয়।

বিকেল সাড়ে ৪টায় এ প্রতিবেদন লিখা পর্যন্ত ট্রেনের  উদ্ধার কাজ চলছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জুনয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।