ঢাকা: মেজবান খাওয়ানোর কথা শুনলেই মনে পড়ে চট্টগ্রামের কথা। কেন-না চট্টগ্রামবাসীর জন্য মেজবান খাওয়ানো ঐতিহ্যের ধারক-বাহক।
১০ জানুয়ারি (শনিবার) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় আয়োজন করা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহি বিশেষ মেজবান। রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত হবে এই মেজবান।
মেজবান আয়োজন সম্পর্কে ফজলে করিম চৌধুরী জানিয়েছেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে ১০ জানুয়ারি প্রথমবারের মতো মেজবান আয়োজন করতে যাচ্ছি। প্রায় ৫০ হাজার মানুষের জন্য এ আয়োজন থাকবে। ১০ জানুয়ারি (শনিবার) সকাল থেকে চলবে খাওয়া-দাওয়ার আয়োজন।
তিনি বলেন, ইতোমধ্যে চট্টগ্রাম থেকে বাবুর্চিদের একটি টিম টুঙ্গিপাড়ায় পৌঁছে গেছে। আনা হয়েছে গরু-খাসি। মেজবান আয়োজনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর মাজার এলাকায় চলছে সাজ-সাজ রব।
তিনি আরও বলেন, শুধু খাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বঙ্গবন্ধুর শাহাদাতের ৩৯তম বছর হিসেবে ৩৯ কুরআন-শরিফ খতম দেওয়া হবে। এজন্য আলেমদের আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে।
রাউজানবাসী ছাড়াও এ মেজবানে স্থানীয় লোকদের উপস্থিতি থাকবে উল্লেখযোগ্য সংখ্যক। আয়োজনের প্রধান পৃষ্টপোষক এবিএম ফজলে করিম চৌধুরী শুক্রবার সেখানে যাবেন তদারকি করার জন্য।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫