ঢাকা: একটা মেয়ে সিঁড়ি দিয়ে উঠতে পারে না, চলতে পারে না। সমাজের ভয়ে বাবা-মা তাকে চার দেয়ালে আবদ্ধ করে ফেলেন।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) রাজধানীর ধানমণ্ডি রবীন্দ্র সরোবরে ত্রৈমাসিক অপারেজেয় পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ওপেন কনসার্টে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাবা-মা আমার জন্মের পরই আমাকে ইঞ্জিনিয়ার বানাবেন বলে ভেবেছিলেন। বিশ্ব জয় করবে তাদের সন্তান। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমি চার দেয়ালে বন্দি হয়ে যাই। আশা করছি, এখনকার মানুষজন তাদের দৃষ্টিভঙ্গি পরিবতর্ন করবেন। প্রতিবন্ধী বলে তাদের দূরে ঠেলে রাখবেন না। তারা এ সমাজেরই অংশ।
অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যাডভোকেসি নেক্সাস।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস। তিনি বলেন, প্রতিবন্ধিদের যারা অসুস্থ বলেন, তারাই মনে হয় অসুস্থ। তাদের মধ্যে অনেক প্রতিভা আছে। আমাদের উচিত, সেই প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ দেওয়া।
প্রতিবন্ধিদের নিয়ে চলচ্চিত্র নির্মাণের আশ্বাস দেন ফেরদৌস।
ওপেন কনসাটর্টে চারজন প্রতিবন্ধি শিল্পী গান পরিবেশন করেন। তারা হলেন চাঁদের কনা, স্বপ্না চাঁদনী, নজরুল ইসলাম, শাহাবুদ্দিন দোলন।
এছাড়াও জলের গান, নেফারিয়াস সেনটিনেল, আবর্তন ও শহরতলী গান পরিবেশন করে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অপরাজেয়-এর আরেক প্রতিষ্ঠাতা তানভির আরাফাত ধ্রুব।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫