ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবরোধের ৩য় দিন

বগুড়ায় যান চলাচল বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
বগুড়ায় যান চলাচল বেড়েছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বিএনপির ডাকা সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধের তৃতীয় দিন বৃহস্পতিবার বগুড়া (৮ জানুয়ারি) শহরে যান চলাচল বেড়েছে। এদিন মহসড়কেও বেশ কিছু গাড়ি চলতে দেখা গেছে।



তবে দোকানপাঠ আগের দিনের মতোই কিছু খোলা কিছু আধা খোলা। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো সতর্কতার সঙ্গে কাজ চালায়। সকালের দিকে জেলা শহরের বাইরে বনানী এলাকায় বিএনপি একটি মিছিল ও সংক্ষিপ্ত পথসভা করলেও মূল শহরে প্রবেশ করতে পারেননি অবরোধকারীরা।

 এদিকে সকাল থেকেই শহরের কেন্দ্রস্থল সাতমাথায় অবস্থান ধরে রেখেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিল ও সমাবেশের মধ্যদিয়ে দিনভর প্রাণচাঞ্চল্য ছিলেন তারা। গতকালের (৭ ডিসেম্বর) চেয়ে শহরের কেন্দ্রস্থল সাতমাথাকে ঘিরে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বাংলানিউজকে জানান, শহরের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন।  

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ০৮ জানুয়ারি, ২০১৫   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।