ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গুলিস্তানে বাসে আগুন, কাফনের কাপড় বিক্রেতা দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
গুলিস্তানে বাসে আগুন, কাফনের কাপড় বিক্রেতা দগ্ধ ছবি: ফাইল ফটো

ঢাকা: রাজধানীর গুলিস্তান এলাকায় একটি যাত্রীবাহী মিনিবাসে অবরোধকারীদের দেওয়া আগুনে মো. শহীদুল্লাহ (৫২) নামের এক কাফনের কাপড় বিক্রেতা দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়।



শহীদুল্লাহ টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার কদমতলী গ্রামে বসবাস করেন।

হাসপাতালে চিকিৎসাধীন শহীদুল্লাহ বাংলানিউজকে জানান, আমি কাফনের কাপড় বিক্রি করি। কাপড় কিনতে নারায়ণগঞ্জ যাচ্ছিলাম। টাঙ্গাইল থেকে গাজীপুর এসে গুলিস্তানগামী একটি মিনিবাসে উঠি। ৭টার দিকে বাসটি গুলিস্তান পৌঁছালে জানালা দিয়ে আগুন জ্বালিয়ে দেয় অবরোধকারীরা।

তিনি আরও জানান, বাস থেকে নামতে নামতেই আমার বাম হাতের কব্জি পর্যন্ত ও ডান পায়ের হাঁটু পুড়ে যায়। পরে আমার নাতি মোস্তফা আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসে।

হাসপাতাল বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসক আগুনে শহীদুল্লাহর শতকরা তিন ভাগ পুড়ে গেছে বলে জানান।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৪

** নয়াপল্টনে পরপর ৫টি ককটেল বিস্ফোরণ
** আরামবাগে যাত্রীবাহী বাসে আগুন
** মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ