রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলায় বাবলু হেমব্রম (২৬) নামে এক আদিবাসী যুবকের গেলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার মুণ্ডুমালা পৌরসভার ময়েনপুর গ্রামে তাকে হত্যা করা হয়।
এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, শুক্রবার (০৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে বাবলুর শয়ন কক্ষে ঢুকে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
তবে নিহতের পরিবার তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি বলে জানিয়েছে পুলিশ।
ওসি আনোয়ার হোসেন জানান, হত্যার কারণ সম্পর্কে জানতে পরিবার ও স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরো জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বাবলু হেমব্রম ময়েশ্বর হেমব্রমের ছেলে। তিনি রাজশাহী কলেজ থেকে সম্প্রতি স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫