ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিনে ট্রেন চলছে বিলম্বে, রাতে অ্যাডভান্স পাইলটিংয়ে

নাজমুল হক ফয়সাল ও ইমরান আহমেদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
দিনে ট্রেন চলছে বিলম্বে, রাতে অ্যাডভান্স পাইলটিংয়ে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: বিএনপির লাগাতার অবরোধকে কেন্দ্র করে ট্রেনে ভ্রমণকারী যাত্রী নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট পদ্ধতিতে ট্রেন পরিচালনা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। দিনে স্বাভাবিক গতিতে আর রাতে অ্যাডভান্স পাইলটিং পদ্ধতিতে ট্রেন চলছে।



শুক্রবার (০৯ জানুয়ারি) বাংলানিউজের সঙ্গে আলাপকালে এমন তথ্য নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার খায়রুল বশির ও রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ।

স্টেশন ম্যানেজার খায়রুল বশির বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুর্বৃত্তরা ট্রেনের ফিসপ্লেট খুলে ফেলায় বেশ কিছু যাত্রী আহত হন। এ কারণে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে দিনের বেলায় অন্য দিনের তুলনায় স্বাভাবিক গতি হ্রাস করে ট্রেন চালানো হচ্ছে। ফলে ট্রেনগুলো যাচ্ছে বিলম্বে আর ছাড়তেও দেরি হচ্ছে।

তিনি জানান, এদিকে রাতের বেলায় ট্রেন পরিচালনা করা হচ্ছে অ্যাডভান্স পাইলটিং পদ্ধতিতে।

অ্যাডভান্স পাইলটিং পদ্ধতির কথা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বাংলানিউজকে বলেন, অ্যাডভান্স পাইলটিং পদ্ধতি হলো স্টেশন থেকে যাত্রীবাহী ট্রেন ছেড়ে যাওয়ার কমপক্ষে ২০/৩০ মিনিট আগে বগিবিহীন একটি রেল ইঞ্জিন নিয়ে চালক ও রেল নিরাপত্তাকর্মী, সঙ্গে পুলিশের কয়েকজন সদস্য নিরাপত্তা পর্যবেক্ষণে যান। তারা পর্যবেক্ষণ শেষে গ্রিন সিগন্যাল দিলেই পরে যাত্রীবাহী ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যায়।

আর এভাবেই গতকাল (বৃহস্পতিবার) রাত থেকে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করে ট্রেন চালানো হচ্ছে বলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।