ঢাকা: অবরোধে ক্ষতিগ্রস্ত পরিবহন মালিককে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সারাদেশে যান চলাচল স্বাভাবিক রাখতে রাজধানীর গাবতলীতে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে শেষে তিনি এ কথা জানান।
শুক্রবার (০৯ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে বিভিন্ন পরিবহনের মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত রয়েছেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অবরোধের সময় রাস্তায় গাড়ি বের করতে হবে। এসময় কোনো যানবাহন ক্ষতিগ্রস্ত হলে তাদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বাস, ট্রাকসহ সবধরনের যানবাহনই এর আওতাভুক্ত। বিষয়টি আপনাদের (পরিবহন মালিক ও শ্রমিক) জানিয়ে দেওয়ার জন্য বলেছেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
** বাস না চালালে কাউন্টারে তালা