ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যুক্তরাষ্ট্রের উদ্বেগের খবর বানোয়াট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
যুক্তরাষ্ট্রের উদ্বেগের খবর বানোয়াট

ঢাকা: বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যমে গত ৬ ও ৭ জানুয়ারি ‘রাজনৈতিক সহিংসতার খবরে যুক্তরাষ্ট্র ‍উদ্বিগ্ন’ উল্লেখ করে যে খবর প্রকাশ ও প্রচার হয়েছে তা মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেছে দেশটির পররাষ্ট্র বিষয়ক কমিটি।

কমিটির চেয়ারম্যান এড রয়েস এবং র‌্যাংকিং মেম্বার এলিয়ট এঞ্জেল এক যৌথ বিবৃতিতে বলেছেন, কয়েকজন কংগ্রেস সদস্যকে জড়িয়ে যে বিবৃতির কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ বানোয়াট।

স্থানীয় সময় ৮ জানুয়ারি বিবৃতিটি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশের কিছু সংখ্যক সংবাদমাধ্যম ৭ জানুয়ারি দেশটির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সম্পূর্ণ বানোয়াট একটি বিবৃতির কথা উল্লেখ করেছে যাতে যুক্তরাষ্ট্রের হাউজ ফরেন অ্যাফেয়ার্স কমিটি এবং কংগ্রেসের কয়েকজন সদস্যের কথা উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন কমিটির চেয়ারম্যান এড রয়েস (রিপাবলিকান-ক্যালিফোর্নিয়া), র‌্যাংকিং মেম্বার এলিয়ট এঞ্জেল, ওহাইওর রিপাবলিকান স্টিভ চ্যাবট, নিউইয়র্কের ডেমোক্র্যাট জোশেফ ক্রাউলি, ডেমোক্র্যাট গ্রেস মেং, রিপাবলিকান জর্জ হোল্ডিং।

বিবৃতিতে বলা হয়, যদিও পররাষ্ট্র বিষয়ক কমিটি এবং কংগ্রেসের সদস্যরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখছেন কিন্তু কমিটির পক্ষ থেকে বা এর কোনো সদস্যের পক্ষ থেকে এ পর্যন্ত কোনও ধরনের বিবৃতি প্রকাশ করা হয়নি। কোনও দল যদি তাদের রাজনৈতিক ফায়দা নিয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসের নামে ভূয়া প্রেস বিজ্ঞপ্তি প্রক‍াশ করে তা গ্রহণযোগ্য হবে না। ’

বাংলাদেশ সময় ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।