ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কোনাবাড়ীতে কারখানায় আগুন, লড়ছে দমকলের ১২ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
কোনাবাড়ীতে কারখানায় আগুন, লড়ছে দমকলের ১২ ইউনিট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুরের কোনাবাড়ী বিসিক শিল্প নগরীর কাদের সিনথেটিক ফাইবারস লিমিটেড কারখানায় লাগা আগুন দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

পরে তা তাৎক্ষণিকভাবে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

এতে এখনও কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা সাড়ে ১২টা) সেখানে আগুন জ্বলছিল। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মেজর জেনারেল শাকিল নেওয়াজ খান ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ইউনিটগুলোর নেতৃত্বে আছেন তিনি।   

মেজর জেনারেল শাকিল নেওয়াজ খান সাংবাদিকদের জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১২টি ইউনিট। যোগ করা হবে আরও ৪টি ইউনিট। ফায়ার সার্ভিসকে সহায়তা করছে ৠাব, পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্য বাহিনীগুলোও।

তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে সকল শ্রমিক বেরিয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন যাতে আর ছড়িযে পড়তে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের গাজীপুরের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে যাচ্ছে।

তবে পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে কিছুটা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে ওই কারখানার নিচতলায় আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে তা দুই তলা ভবনের পুরোটায় ছড়িয়ে পড়ে। এতে দ্বিতীয় তলায় ফাটল ধরেছে।

এছাড়া স্পিনিং কারখানার ওই ভবনে থাকা ১০/১২ হাজার প্লাস্টিকের বস্তাতেও আগুন ধরে গেছে। সেই আগুন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং অন্যত্র ছড়িয়ে পড়ছে। যেকোনো মুহূর্তে ওই আগুন সিনথেটিক ভবনে ছড়িয়ে পড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে। এ আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের সঙ্গে স্থানীয়রাও কাজ করছেন।

আগুনে শ্রমিক অসন্তোষের আশঙ্কায় ঘটনাস্থলের আশপাশের ৮/১০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।  
 
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার সময় কারখানায় কোনো শ্রমিক ছিলেন না। এখনও পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে আগুন লাগার খবর পেয়ে কারখানার আশপাশে উৎসুক জনতা ভিড় করছেন। অনেকেই আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহযোগিতাও করছেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান বাংলানিউজকে জানান, এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। উদ্ভূত পরিস্থিতি এড়াতে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫, আপডেট: ১২৩২ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।