ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিবিরের নাশকতা প্রতিরোধে শপথ!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
শিবিরের নাশকতা প্রতিরোধে শপথ!

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে জামায়াত-শিবিরের সব ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে হাত তুলে শপথ নিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এসময় সামাজিক শান্তি ফিরে পেতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে প্রতিরোধ কমিটি গঠনের দাবি জানানো হয়।



শনিবার (১০ জানুয়ারি)বিকেল ৩টার দিকে স্থানীয় বাসিন্দারের উদ্যোগে হাজিরহাট ফোরকানিয়া মাদ্রাসা মাঠে ব্যতিক্রমী এ শপথের আয়োজন করা হয়।

এসময় বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য আলহাজ আবদুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিক উদ্দিন, মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ শাহাজান, হাজিরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. শাহাজান মিয়া, হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন, যুবলীগ নেতা ওমর ফারুক সাগর, স্থানীয় বাসিন্দা গাজী মোহাম্মদ সানা উল্যাহ, আবদুর রব ও মো. বাকের হোসেন প্রমুখ।

এতে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, কৃষক, শ্রমিকসহ এলাকার সর্বস্থরের মানুষ উপস্থিত ছিলেন। এসময় এলাকাবাসীর অনুরোধে কমিউনিটি পুলিশের সহযোগিতায় শান্তি-শৃঙ্খলা কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়।

লক্ষ্মীপুর-রামগতি সড়কের কমলনগরের হাজিরহাট ফোরকানিয়া এলাকা জামায়াত শিবিরের ঘাঁটি হিসেবে পরিচিত। ছাত্রলীগ নেতার রগকাটা, পুলিশ-বিজিবির ওপর হামলা, বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন ভাঙচুর, রাস্তাকাটা, জ্বালাও-পোড়াও ও গাছা কাটাসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড হয়ে আসছে।

এমন পরিস্থিতিতে এলাকায় সামাজিক শান্তি-স্বস্তি ফিরে পেতে জামায়াত-শিবিরের নাশকতা প্রতিরোধে স্থানীয়রা এ উদ্যোগ গ্রহণ করেন। এমন আয়োজনে এলাকায় সামাজিক শান্তি ও স্বস্তি ফিরে আসবে এমনটাই প্রত্যাশা সবার।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।