নারায়ণগঞ্জ: জাতীয় দৈনিক কালের কণ্ঠের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে শিক্ষক নবদ্বীপ চন্দ্র দাসকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকালে শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
মানুষ গড়ার এ কারিগর দীর্ঘ ৩৪ বছর বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেছেন। সম্মাননা হিসেবে তাঁকে ক্রেস্ট ও চাদর দেওয়া হয়।
গুণী এ শিক্ষক প্রথমে হরিহরপাড়া উচ্চ বিদ্যালয় ও পরে নারায়ণগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। সংবর্ধনা পেয়ে তিনি কালের কণ্ঠ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতায় পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দেন। আলোচনা সভা শেষে কেক কাটা ও পরে একটি শোভাযাত্রা বের করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কালের কণ্ঠের শুভসংঘ’র সভাপতি চন্দন শীল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান হাবিব, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুব্রত হালদার, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজম, দৈনিক শীতলক্ষ্যার সম্পাদক আরিফ আলম দিপু, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি দিলীপ কুমার মন্ডল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি তাপস সাহা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজীব, বাংলানিউজটোয়েন্টোফোর.কমের জেলা প্রতিনিধি তানভীর হোসেন, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি শরীফ সুমন, একাত্তরের চেতনা মঞ্চের নেতা মোহাম্মদ রাসেল, দ্য রিপোর্টটোয়েন্টিফোর.কমের জেলা প্রতিনিধি স্টাফ রিপোর্টার মামুন হোসেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এম এ শাহীন, যুগান্তরের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি হোসেন চিশতী শিপলু, একাত্তরের চেতনা মঞ্চের নেতা এম এ রাসেল ও পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার সাহা।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৪