ফেনী: ২০ দলীয় জোটের ডাকা অবরোধের পঞ্চম দিনে ফেনীতে ১২টি গাড়ি ভাঙচুর ও পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাইপাস অংশের রামপুরের নাসির মেমোরিয়াল কলেজের সামনে একটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যান ভাঙচুর করে অবরোধকারীরা।
পরে দুপরে শহরের সেন্ট্রাল হাই স্কুলের সামনে আটটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়। এ সময় পুলিশ ধাওয়া দিলে অবেরোধকারীরা পালিয়ে যায়।
এছাড়া সন্ধ্যার কিছুসময় আগে মহাসড়কের মহীপাল হোসেনিয়া মাদ্রাসার সামনে দুইটি কাভার্ডভ্যান ভাঙচুর করা হয়।
মহীপাল হাইওয়ে পুলিশের ইনচার্জ সালেহ আহমদ পাঠান বাংলানিউজকে গাড়ি ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এদিকে, বেলা ১১টার দিকে শহরের খাজুরিয়া এলাকায় অবরোধকারীরা পুলিশ বহনকারী একটি পিকআপভ্যান লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। ককটেলটি পুলিশের গাড়ির সামনে বিস্ফোরিত হয়।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫