রাজশাহী: ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের মধ্যেই রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে দিনে চার দফায় বাস ও ট্রাক চলাচল করবে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।
বৈঠকে বাস মালিক ছাড়াও পুলিশ, ৠাব, বিজিবি ও দমকল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, শুক্রবার থেকে প্রশাসনের পাহারায় যানাহন চলাচল করছে। যাত্রীদের চাপ মোকাবেলায় যানবাহন চলাচল আরও বাড়াতে শনিবার পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করা হয়।
সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ ও আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিলে পরিবহন মালিকরা বাস-ট্রাক চালাতে রাজি হন।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, রাজশাহী থেকে প্রতিদিন চার দফায় যানবাহন ছেড়ে যাবে রাজধানীর উদ্দেশ্যে। এ সময় গাড়ির সামনে ও পেছনে পুলিশ, ৠাব ও বিজিবির টহল থাকবে।
অবরোধের মধ্যে এভাবেই যানবাহন চলবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
রাজশাহী ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, তারা রাতের পরিবর্তে দিনের বেলা যানবাহন চলাচলের পক্ষে মতামত দিয়েছেন।
তবে চাহিদা বিবেচনা করে শনিবার থেকে রাতেও বাস-ট্রাক চালাতে তারা রাজি হয়েছেন তারা। বৈঠকে খাদ্য ও সারের গাড়িকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মনজুর রহমান পিটার জানান, টানা অবরোধে রাজশাহীর প্রায় ১০ হাজার শ্রমিক ও তাদের পরিবারের জীবন-জীবিকা দুর্বিষহ হয়ে উঠেছে। এছাড়া রাজশাহী-ঢাকাসহ বিভিন্ন রুটের দূরপাল্লার যাত্রীরাও চরম হয়রানির মুখে পড়েছেন। সে কারণে দূরপাল্লা ও আন্তঃজেলা রুটে বাস চলাচলের সিন্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫