বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় হত্যার প্রায় ৪ মাস পর মাটি খুঁড়ে হাফিজার রহমান (৪৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা ১১ টার দিকে বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ-সার্কেল) নাজির আহমেদ খানের নেতৃত্বে শাজাহানপুর থানা পুলিশ কড়িআঞ্জুল গ্রামের জঙ্গলের ভেতর মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করে।
হাফিজার উপজেলার খরনা ইউনিয়নের কড়িআঞ্জুল গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।
এদিকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ একই পরিবারের ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন-প্রতিবেশী মৃত মোনতাজ উদ্দিনের পুত্র আফজাল হোসেন (৪৫), স্ত্রী সোনাভান (৩৮), ছেলে রাজু বেল্লাল ওরফে সোহাগ (১৬)।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর হাফিজার রহমান নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর স্বজনেরা আদালতে গুমের মামলা করেন। আদালত শাজাহানপুর থানার ওসিকে মামলাটি নথিভুক্ত করার নির্দেশ দিলে প্রাথমিক তদন্ত শেষে নভেম্বর মাসে মামলাটি নথিভুক্ত করেন।
এরপর সর্বশেষ তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিদের গ্রেফতার পূর্বক জিজ্ঞাসাবাদ ও তাদের স্বীকারোক্তি মোতাবেক হাফিজারের দেহাবশেষ উদ্ধার করে পুলিশ।
ওসি জানান, গ্রেফতারকৃত আফজাল হোসেনের স্ত্রী সোনাভানের সঙ্গে হাফিজার রহমানের পরকীয়ার সম্পর্ক ছিল। এনিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি।
বাংলাদেশ সময় : ২১৪৬ ঘণ্টা, ১০ জানুয়ারী ২০১৫