সাভার (ঢাকা): সাভারে দোকানপাট ভাঙচুর ও জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের হামলায় বেশ কয়েক জন হতাহতের ঘটনা ঘটেছে।
শনিবার (১০ জানুয়ারি) সাভার পৌর এলাকার কাতলাপুরের আমতলায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, শনিবার সকালে স্থানীয় প্রভাবশালী মতিউল ইসলাম, রনজু ইসলাম,মো. রেজাউল ইসলাম ও ফজলে রাব্বীর নেতৃত্বে দেশী অস্ত্র হাতে ২০-২৫ জন ভাড়াটে সন্ত্রাসী ঢাকায় বসবাসকারী মো. আব্দুল ওহাবের ভোগ দখলে থাকা ৪ শতাংশ জমির উপর অবস্থিত ৪টি দোকানে হামলা চালায়।
এ সময় সন্ত্রাসীরা দোকানগুলো ভেঙ্গে দিয়ে দোকানে থাকা দশ-পনের লক্ষ টাকার মালামাল লুটে নিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী দোকান মালিকরা।
জমির মালিক আব্দুল ওহাব অভিযোগ করে বলেন, ‘বেশ কয়েক বছর ধরেই জমিটি আমার দখলে। আমার কাগজ পত্র সবই পাকা। বর্তমানে জমিটি আমিই ভোগ করছি। কিন্তু আজ সকালে আমার জমিতে থাকা দোকানগুলো ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। ‘
প্রত্যক্ষদর্শী স্থানীয় খলিলুর রহমান বলেন,সকাল আটটার সময় আনুমানিক ২০-২৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আচমকা দোকানগুলো ভাঙতে শুরু করে। এ সময় দোকান মালিকরা বাধা দিতে গেলে তাদের ধাওয়া দেয় সন্ত্রাসীরা। পরবর্তীতে জমির তত্ত্বাবধায়ক স্থানীয় আবুল কাশেম ও জলিল লোকজন নিয়ে বাধা দিতে গেলে সন্ত্রাসীরা কাশেম ও জলিলের সাথে থাকা লোক জনের উপর হামলা চালায়। এ সময় আহত হয় অন্তত ৫ জন।
এ ব্যাপারে কাশেম ও জলিল বলেন, জমিটি বেশ কয়েক দিন ধরে দখলের পায়তারা করছে সন্ত্রাসী রনজুরা। এ জন্য গত বছরের ১৭ই নভেম্বর জমির মালিক মো. ওহাব বাদী হয়ে মতিউল ইসলাম, রনজু ইসলাম,মো. রেজাউল ইসলাম ও ফজলে রাব্বীর বিরুদ্ধে বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালতে দেওয়ানী আদালতে মামলা(দেওয়ানী মোকদ্দমা নং৮৪৫/১৪ই) করেন।
মামলায় জমির উপর দেওয়ানী কার্য্যবিধি আইনের ৩৯ আদেশের ১/২ নিয়মের বিধান মতে বিবাদীদেরকে ঐ জমির উপর সকল ধরনের জবর দখল থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়, এবং ২১ দিনের মধ্যে বিবাদীদের কারণ দর্শানোর নির্দেশ দেন।
কিন্তু আদালতের এই নির্দেশকে অমান্যকরে সন্ত্রাসী নিয়ে তারা জমির উপর থাকা দোকানগুলো ভেঙ্গে তা দখলের চেষ্টা করে।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব মিয়া বাংলানিউজকে বলেন, দোকানপাট ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫