ঢাকা: মিরপুরের কালশীতে প্রজাপতি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কাজী শফিউল আলম (৩৫) নামের এক যাত্রী আহত হন।
শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ৯টায় এ ঘটনা ঘটে।
পরে বাসে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি বর্তমানে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।
দগ্ধ শফিউল বাংলানিউজকে বলেন, আমি অনন্ত গ্রুপের বায়িং হাউজ মিরপুর শাখায় কর্মরত। রাতে মিরপুর থেকে প্রজাপতি পরিবহনের একটি বাসে বায়িং হাউজের হেড অফিস উত্তরার-১১ নম্বর সেক্টরের উদ্দেশে রওনা হই। কালশীতে পৌছালে কয়েক দুর্বৃত্ত বাসটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। বাস থেকে নামার সময় আমি অগ্নিদগ্ধ হই।
মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য, ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করতে না দেওয়া, খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা ও দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করেন খালেদা জিয়া।
বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫