শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে প্রায় একই সময়ে পৃথক দুটি স্থানে আলুবোঝাই ২টি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়ীদহ ইউনিয়নের মহিপুর বাজার ও ভবানীপুর ইউনিয়নের ছোনকার ইটালী এলাকায় এই আগুন দেওয়ার ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল রানা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ২টি ট্রাক আলুবোঝাই করে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ওই দুই স্থানে কে বা কারা ট্রাক ২টিতে আগুন লাগিয়ে দেয়।
তবে খবর পেয়ে দ্রুত ট্রাক ২টির আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফলে ট্রাকের সামনের অংশের ক্যাবিনের ক্ষয়ক্ষতি হলেও মালামালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে এই কর্মকর্তা জানান।
ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান জিএম মোস্তফা কামাল বাংলানিউজকে ছোনকার ইটালী এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়ার সত্যতা নিশ্চিত করেন।
শেরপুর থানা পুলিশের দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম বাংলানিউজকে ২টি ট্রাকে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে কে বা কারা আগুন দিয়েছে তা এই কর্মকর্তা জানাতে পারেননি।
বাংলাদেশ সময়: ২৩০৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫