ঢাকা: রাজধানীর অদূরে কামরাঙ্গীচরের বনগ্রাম মেইন রোডে পরপর ২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে খালিদ হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র আহত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা যায়, আহত কিশোর খালিদ হোসেন স্থানীয় একটি কিন্ডারগার্ডের সপ্তম শ্রেণীর ছাত্র। তাদের বাড়ি কামরাঙ্গীচর বড় গ্রাম, চেয়ারম্যান বাড়ি মোড়ে। তার বাবার নাম বিল্লাল হোসেন।
এ বিষয়ে তার বাবা জানান, বনগ্রাম মেইন রোডে খালিদ বাজার করতে যায়। এমন সময় পরপর ২টি ককটেল বিস্ফোরণ ঘটলে তার বাম পায়ের হাঁটুর ওপরে ও পেটে আঘাত লাগে। এরপর তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হয়।
ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০০০৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫