ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফকিরাপুলে পুলিশ বাস ও ট্রাকের সংঘর্ষে ২ নারী পুলিশ নিহত

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট ও স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
ফকিরাপুলে পুলিশ বাস ও ট্রাকের সংঘর্ষে ২ নারী পুলিশ নিহত ছবি: জি এম মুজিবুর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর ফকিরাপুল মোড়ে একটি পুলিশ বাস ও ট্রাকের সংঘর্ষে দুই নারী পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।



রোববার (১১ জানুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, আকলিমা খাতুন। তার বাবার নাম গোলাম মুস্তফা, বাড়ি কুলিয়ার চর কিশোরগঞ্জ। মুনিয়া আক্তার মামুনি। তার বাবার নাম বুলু মিয়া, বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার ভবানীপুর গ্রামে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে আহত পুলিশ সালমা বাংলানিউজকে জানান, তাদের আবদুল গনি রোডের পিসিআর-এ ডিউটি ছিল। ফরিরাপুরে ওই ট্রাকটি তাদের পুলিশ বাসকে ধাক্কা দেয়। এতে অনেকেই আহত হন।

এ বিষয়ে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, নারী পুলিশ বাসটিকে ধাক্কা দেয় একটি দ্রুত গতির ট্রাক। এতে ঘটনাস্থলেই দুই নারী পুলিশ সদস্য মুনিরা ও আকলিমা মারা যান। এদিকে, এ ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। আহত হলেন মোট ৯ জন।

আহরা হলেন, জিয়াসমিন, সীমা, শাহানাজ, ‍আলফা, ফরিদা, সোহাদা, সালমা।

বাংলাদেশ সময়: ০৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫, আপডেট ০৭১৬, ০৭৪৬, ০৮১৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।