ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে ছুরিকাঘাতে একই পরিবারের ৪ জন আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
খিলগাঁওয়ে ছুরিকাঘাতে একই পরিবারের ৪ জন আহত

ঢাকা: খিলগাঁও দক্ষিণ গোড়ান এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একই পরিবারের ৪ জন আহত হয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) ভোর ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

 
 
আহতরা হলেন, মিজানুর রহমান (৪০), স্ত্রী বিলকিস বেগম (৩২) ও তাদের দুই ছেলে বেলাল হোসেন (১৩) ও রফিকুল ইসলাম (১৫)। তারা দক্ষিণ গোড়ান এলাকার ৩১ নম্বর রোডে একটি টিনসেট ‍বাসায় থাকেন।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বেলাল হোসেন বাংলানিউজকে জানান, রোববার ভোর ৬টার দিকে আমাদের প্রাচীরবিহীন বাসার টিউবওয়েলে ৫/৬ জন ব্যক্তিকে হাত-মুখ ধৌত করতে দেখে মা বিলকিস বেগম তাদের পরিচয় জানতে চান। এসময় তারা ছুটে এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কোপাতে থাকেন। এতে তার মাথা ও দুই হাত জখম হয়।

বিলকিস বেগমের চিৎকারে বাবা মিজানুর রহমান ও দুই ছেলে স্থানীয় স্কুলের ৭ম শ্রেণির ছাত্র বেলাল হোসেন ও ১০ শ্রেণির ছাত্র রফিকুল ইসলাম এগিয়ে আসলে তাদেরও চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। এতে তারাও গুরুত্বর আহত হলে দুবৃত্তরা পালিয়ে যান। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন বলেও জানান বেলাল হোসেন।

ঢামেক মেডিকেল ক্যাম্প পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।