মাদারীপুর: মাদারীপুরের নবগঠিত রাজৈর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।
প্রথমবারের মতো অনুষ্ঠিত এ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন, সংরক্ষিত মহিলা পদে ১০ জন ও কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র পদে বিএনপি সমর্থিক জাহিদুর রহমান লেবু থাকলেও আওয়ামী লীগ সরাসরি কোনো প্রার্থীকে সমর্থন না দিলেও দলটির বিভিন্ন পর্যায়ের ৫ নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা জালালউদ্দিন সাংবাদিকদের জানান, পৌরসভার মোট ভোটার ২৬ হাজার ৬৪১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৫৬১ জন এবং নারী ভোটার সংখ্যা ১৩ হাজার ৮০ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২ এবং বুথ সংখ্যা ৭২।
বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫