ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ৩২০ কেজি জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
চাঁদপুরে ৩২০ কেজি জাটকা জব্দ

চাঁদপুর: চাঁদপুরে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৩২০ কেজি জাটকা (ছোট ইলিশ) জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।

শনিবার (১০ জানুয়ারি) দিনগত রাতে এমভি আবে জম জম ও এমভি প্লটিলা লঞ্চ থেকে এসব জাটকা উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ড জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন লঞ্চে অভিযান চালানো হয়। এসময় এমভি আবে জমজম ও এমভি প্লটিলা লঞ্চ থেকে ৩২০ কেজি জাটকা জব্দ করা হয়।

চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, জাটকাগুলো সকাল ৯টার দিকে বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।