ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এতো ফুল, জানলে ব্যবসা খুলতাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
এতো ফুল, জানলে ব্যবসা খুলতাম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: শিক্ষামন্ত্রীর আগমনে ময়মনসিংহের সার্কিট হাউসে শনিবার (১০ জানুয়ারি) দেশের বিভিন্ন বোর্ড আর শিক্ষা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনরা সবাই ফুলের শুভেচ্ছা জানাতে ব্যস্ত। তখন রসিক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এতো ফুল।

আগে জানলে ফুলের ব্যবসা খুলতাম। বিক্রি করলে অনেক টাকা পাওয়া যেতো!

শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করতে শনিবার রাত ৮টায় ময়মনসিংহ শহরে আসেন শিক্ষামন্ত্রী। রোববার (১১ জানুয়ারি) তিনি রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন।

মন্ত্রীর রসিকতায় ময়মনসিংহের সার্কিট হাউসে আগতরা ফুরফুরা হয়ে উঠেন। । আগমনের পরেই তিনি সবাইকে সংক্ষিপ্ত বক্তব্যের অনুরোধ জানান। তবে পর্যায়ক্রমে সবার বক্তব্যই দীর্ঘ হতে থাকে। এ অবস্থায় একজন বক্তা দুই মিনিট সময় চাইলেন। এবার মন্ত্রী হেসে উঠলেন। মন্ত্রী তাকে বলেন, এটা কী সবার মতই দুই মিনিট?

ওই বক্তা সময় নিলেন প্রায় এক ঘণ্টা। তবে মন্ত্রী নিজেও রাখলেন দীর্ঘ বক্তব্য। মন্ত্রীর বক্তব্যের মধেই কেউ কেউ ফুলেল শুভেচ্ছা জানাতে হুমড়ি খেয়ে পড়েন। শিক্ষামন্ত্রীর বক্তব্য শেষ হতে না হতেই এবার ফুলের তোড়া ধরিয়ে দিয়েই ছবি তোলার হিড়িক। সবাই ক্যামেরাম্যান। ফলে এবার শুধু ক্লিক আর ক্লিকের আওয়াজ।

বাংলাদেশ সময় : ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।