ময়মনসিংহ: শিক্ষামন্ত্রীর আগমনে ময়মনসিংহের সার্কিট হাউসে শনিবার (১০ জানুয়ারি) দেশের বিভিন্ন বোর্ড আর শিক্ষা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনরা সবাই ফুলের শুভেচ্ছা জানাতে ব্যস্ত। তখন রসিক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এতো ফুল।
শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করতে শনিবার রাত ৮টায় ময়মনসিংহ শহরে আসেন শিক্ষামন্ত্রী। রোববার (১১ জানুয়ারি) তিনি রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন।
মন্ত্রীর রসিকতায় ময়মনসিংহের সার্কিট হাউসে আগতরা ফুরফুরা হয়ে উঠেন। । আগমনের পরেই তিনি সবাইকে সংক্ষিপ্ত বক্তব্যের অনুরোধ জানান। তবে পর্যায়ক্রমে সবার বক্তব্যই দীর্ঘ হতে থাকে। এ অবস্থায় একজন বক্তা দুই মিনিট সময় চাইলেন। এবার মন্ত্রী হেসে উঠলেন। মন্ত্রী তাকে বলেন, এটা কী সবার মতই দুই মিনিট?
ওই বক্তা সময় নিলেন প্রায় এক ঘণ্টা। তবে মন্ত্রী নিজেও রাখলেন দীর্ঘ বক্তব্য। মন্ত্রীর বক্তব্যের মধেই কেউ কেউ ফুলেল শুভেচ্ছা জানাতে হুমড়ি খেয়ে পড়েন। শিক্ষামন্ত্রীর বক্তব্য শেষ হতে না হতেই এবার ফুলের তোড়া ধরিয়ে দিয়েই ছবি তোলার হিড়িক। সবাই ক্যামেরাম্যান। ফলে এবার শুধু ক্লিক আর ক্লিকের আওয়াজ।
বাংলাদেশ সময় : ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫