ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাইকোর্টের ভেতরে বোমাসদৃশ বস্তু, আতঙ্ক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
হাইকোর্টের ভেতরে বোমাসদৃশ বস্তু, আতঙ্ক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হাইকোর্টের ৯ নং আদালতের ভেতরে বইয়ের মধ্যে বোমা সদৃশ বস্তু দেখা গেছে। এতে কোর্ট জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।



অ্যানেক্স ভবনের এই আদালতে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো. হাবিবুল গনির বেঞ্চ বিচার কাজ পরিচালনা করেন।

বোমা সদৃশ বস্তটি একটি বই কেটে ভেতরে বসানো রয়েছে।

বেঞ্চ অফিসার আবদুল হাসিব বাংলানিউজকে জানান, বেঞ্চের বিচারপতিরা মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার পর ফাঁকা এজলাস কক্ষের পেছনের বেঞ্চে বইটি দেখা যায়। বইটি খুলে সেখানে তার মাঝখানে পাতা কেটে লাল টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তুটি দেখা যায়।

দ্রুত এজলাস কক্ষ থেকে সবাই সরে যান। কক্ষটি বন্ধ রাখা হয়েছে।

পুলিশে খবর দেওয়া হয়েছে। বোমা অপসারণ দলকেও খবর দেওয়া হয়েছে বলে জানান আবদুল হাসিব।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এস এম কুদ্দুস জামান জানান, বস্তুটি ককটেলের মতোই দেখতে। বোমা অপসারণ দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে এটি অপসারণ করবে।

বাংলাদেশ সময় ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।