ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুসল্লিদের বহনকারী যানবাহনের চাপে টঙ্গীতে যানজট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
মুসল্লিদের বহনকারী যানবাহনের চাপে টঙ্গীতে যানজট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে বাড়ি ফিরতে থাকা মুসল্লিদের বহনকারী যানবাহনের চাপে টঙ্গী স্টেশন রোডে অবস্থিত উড়াল সেতুতে মাঝারি যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) দুপুর পৌনে ২টা থেকে মুসল্লিদের বহনকারী পিকআপ, ভৈরবগামী মিনিবাস ও মুসল্লিদের ভাড়া করা সিলেটগামী মাইক্রোবাসের চাপে এ যানজটের সৃষ্টি হয়।



টঙ্গী জেনারেল হাসপাতালের সামনের রাস্তা থেকে শুরু হয়ে উড়াল সেতুর শেষ মাথা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।  

এদিকে মুসল্লিদের হেঁটে বাড়ি ফিরতে ও তাদের বহনকারী ট্রেন চলাচলে দুর্ঘটনা এড়াতে উড়াল সেতুর নিচের সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।