জয়পুরহাট: জয়পুরহাট-বগুড়া মহাসড়কে বাস ও ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি-জামায়াতের শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে দুইটি মামলা হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) সিরাজুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বাদী হয়ে পৃথক দু’টি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে জয়পুরহাট শহরের আর.বি. সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে প্রধান সড়কে দাঁড়িয়ে থাকা ০শ্যামলী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ৯টার দিকে জয়পুরহাট-বগুড়া সড়কের কোমরগ্রাম-বানিয়াপাড়ায় পুলিশ বক্স সংলগ্ন এলাকায় রড বোঝাই একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ট্রাকে আগুন ধরে যায়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, বাস পোড়ানোর ঘটনায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫/৩০ জন এবং ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় এজাহার নামীয় ১৪ জন ও অজ্ঞাত আরো ২৫/৩০ জন ২০ দলীয় জোটের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ দু’টি পৃথক নাশকতায় প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫