ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাষী নজরুল ইসলামের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
চাষী নজরুল ইসলামের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও চাষী নজরুল ইসলাম

ঢাকা: চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

চাষী নজরুল ইসলাম ৭৩ বছর বয়সে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে রোববার ভোরে মারা যান।



শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশে প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর নির্মাতা চাষী নজরুল ইসলাম দেশের চলচ্চিত্র অঙ্গণে তার অনবদ্য ভূমিকার জন্য স্মরণীয় হয়ে থাকবেন।

তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচিচত্র পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত চাষী নজরুল ইসলামের কাজের স্বীকৃতি শুধু পুরস্কারেই সীমাবদ্ধ নয়, তা কোটি মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা উদ্দীপ্ত করার মধ্যেও নিহিত।

হাসানুল হক ইনু এ সময় প্রয়াত চলচ্চিত্র পরিচালকের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত ‘হাঙর নদী গ্রেনেড’, ‘সংগ্রাম’, ‘পদ্মা মেঘনা যমুনা’র পাশাপাশি সামাজিক ছবি ‘ভাল মানুষ’, ‘শুভদা’ ও ‘বেহুলা লক্ষিন্দর’-এর কথাও স্মরণ করেন।

চাষী নজরুল ইসলামের বিদেহী আত্মার শান্তি কামনা করে তথ্যমন্ত্রী শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্য সচিবের শোক
চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ।

তথ্যসচিব শোকবার্তায় বলেন, চাষী নজরুল ইসলামের মৃত্যুতে দেশ একজন অনন্য চলচ্চিত্র প্রতিভাকে হারালো। মুক্তিযুদ্ধ, সমাজ ও ঐতিহ্যের ওপর নির্মিত তার চলচ্চিত্রগুলো আগামীতেও আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।