ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘ট্রেন চলাই মুখ্য, শিডিউল বিপর্যয় গুরুত্বপূর্ণ নয়’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
‘ট্রেন চলাই মুখ্য, শিডিউল বিপর্যয় গুরুত্বপূর্ণ নয়’ রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক । ছবি: জাহিদ সায়মন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘ট্রেন চলাই মুখ্য। শিডিউল বিপর্য্যয় গুরুত্বপূর্ণ নয়’ বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক।



ট্রেনে শিডিউল বিপর্য্যয়ের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী এ কথা বলেন।

রোববার দুপুরে রাজধানীর রেলভবনে রেলে সাম্প্রতিক নাশকতার ওপর সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ রেলওয়ে। সংবাদ সম্মেলনে ট্রেনের শিডিউল বিপর্য্যয়, নাশকতা প্রতিরোধে দেরিতে ব্যবস্থা নেওয়া, আনসার-ভিডিপিকে এখনও মাঠে নামানোর চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়াসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের তোপের মুখে পড়েন রেলমন্ত্রী।

মন্ত্রী বলেন, অবরোধে ট্রেনে নাশকতা ঠেকাতে রেলপথে ৮ হাজারের বেশি আনসার-ভিডিপি মাঠে নামানো হবে। তবে কবে নামানো হবে তার দিনক্ষণ ব্রিফিংয়ে বলতে পারেননি তিনি।

দিনক্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা হাই কমাণ্ডের বিষয়। হাই কমান্ডের অনুমোদন নেওয়া হবে। এরপর ব্যবস্থা নেওয়া হবে। ’

বর্তমানে রেলপথের নিরাপত্তায় ৪ হাজার আরএনবি-জিআরপি মাঠে সক্রিয় রয়েছে বলেও জানান মন্ত্রী।   প্রসঙ্গত, এসব সদস্য রেলওয়ের আইন শৃঙ্খলার কাজে আগে থেকেই নিয়োজিত ছিলেন।
 
রোববার দুপুরে সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও বলেন, বর্তমানে ৩৩৪টি ট্রেনই নিয়মিত চলছে। অবরোধের কারণে কোনো ট্রেন বন্ধ নেই।

প্রসঙ্গত, গত শনিবার কুমিল্লার নাঙ্গলকোটে রেললাইন উপড়ে ফেলার কারণে চট্টগ্রাম থেকে আসা মহানগর প্রভাতী এবং ঢাকা থেকে যাওয়া মহানগর গোধূলীর যাত্রা বাতিল করা হয়। এ দু’টি ট্রেনের যাত্রা বাতিল হওয়ায় হাজারো যাত্রী দুর্ভোগে পড়েন।

ব্রিফিংয়ে মন্ত্রীর কাছে প্রশ্ন রাখা হয়, ঝুঁকিপূর্ণ পয়েন্টে কতজন আনসার-ভিডিপি থাকবে? এবং তা কত দূরত্ব পর পর থাকবে? অবরোধের ৬ষ্ঠ দিন চললেও মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলছে। ’

ব্রিফিংয়ের শেষে একাধিক সাংবাদিক মন্ত্রীর কাছে জানতে চেয়েছেন কোনো সিদ্ধান্ত না হলে তাদের কেন ডাকা হয়েছে? এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘আপনাদের (সাংবাদিক) মাধ্যমে দেশবাসীকে জাতীয় সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাতে চাই। ’

মন্ত্রী বলেন, দেশের সকল জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, সংস্কৃতিক সংগঠন ও সচেতন নাগরিকদের রেল লাইন রক্ষার্থে এগিয়ে আসতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল নাজিম উদ্দিন, রেলসচিব মনসুর আলী সিকদার, রেলওয়ের মহাপরিচালক মো. নাজিম উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।