শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে আলুবোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিলন ও শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম ওরফে নিগ্রো সালামকে আসামি করে পৃথক মামলা দায়ের করেছেন ক্ষতিগ্রস্থ ট্রাক(ঢাকা মেট্রো ট-১৬-২৫৩৯) চালক শাহ আলম।
রোববার (১১ জানুয়ারি) শেরপুর থানায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২২ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাররা বাংলানিউজকে জানান, শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ভবানীপুর ইউনিয়নের ছোনকার ইটালি গ্রামে উল্লেখিত আসামিদের নেতৃত্বে আলুবোঝাই ট্রাকে (ঢাকা মেট্রো ট-১৬-২৫৩৯) আগুন দেওয়া হয়।
এ মামলার প্রধান আসামি শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম ওরফে নিগ্রো সালামকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫