হিলি(দিনাজপুর): ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ৩ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (১১ জানুয়ারি) বিকেল ৩টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের সীমান্ত চৌকী দিয়ে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দেয় বিএসএফ।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন-দিনাজপুর জেলা সদরের আনোয়ার হোসেনের ছেলে জোবায়ের হোসেন (১৯), রাজশাহী জেলার মতিহার থানার পচামারিয়া গ্রামের গৌর সান্দাইলের ছেলে রতন সান্দাইল (১৮), একই এলাকার জিকস সান্দাইলের ছেলে বাবুল সান্দাইল (১৮)।
এর আগে সীমান্ত চৌকীতে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারত হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার সাব ইন্সপেক্টর পারভেজ সিং। বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান। এছাড়াও দু’বাহিনীর সৈনিকগণ উপস্থিত ছিলেন।
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান বলেন, ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতের হিলি বাজার থেকে ওই ৩ বাংলাদেশিকে শনিবার (১০ জানুয়ারি) বিএসএফ সদস্যরা আটক করে। পরে রোববার তাদের আমাদের কাছে ফেরত দেয়। প্রক্রিয়া শেষে আমরা তাদের হাকিমপুর থানায় সোপর্দ করি।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫