ঢাকা: টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাত শেষে রোববার বাসায় ফেরার পথে কুড়িলে ট্রেনের ধাক্কায় আহত হোসেন আহমেদ পাভেল (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
মৃত পাভেল লক্ষ্মীপুর জেলার রায়গঞ্জ থানার দলতা গ্রামের লিটন আহমেদের ছেলে।
সে কুড়িলে অবস্থিত আইডিয়াল পাবলিক স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র।
তারা বিশ্বরোডের কোরাতুলি এলাকায় থাকে বলে বাংলানিউজকে জানিয়েছেন পাভেলের মা শামসুন্নাহার।
রোববার (১১ জানুয়ারি) আনুমানিক সকাল ৮টার দিকে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য পাভেল বাসা থেকে বের হয়।
দুপুরে মোনাজাত শেষে বাসায় ফেরার সময় কুড়িলে ট্রেনের ধাক্কায় আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়।
পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে সে মারা যায়।
প্রত্যক্ষদর্শী পথচারী হারুন বাংলানিউজকে জানান, পাভেল রেললাইন ধরে পায়ে হেঁটে অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫