যশোর: যশোরে বাসে আগুন দেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় ১০ আসামির রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শেখ গণি মিয়া প্রত্যেক আসামির সাত দিন করে রিমাণ্ডের আবেদন জানালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু ইব্রাহিম একদিন করে মঞ্জুর করেন।
যশোর আদালত পুলিশের ইন্সপেক্টর রেজাউল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন-যশোর শহরের পূর্ব বারান্দী মোল্লাপাড়া আমতলা এলাকার কার্ত্তিক চন্দ্র বিটের ছেলে যুবদল নেতা নির্মল বিট (৩২), লোন অফিস পাড়ার রাজু সাহানীর ছেলে কৃষ্ণ সাহানী (২৮), একই এলাকার হাজী নুর মোহাম্মদের ছেলে শেহাব উদ্দিন (৪৮)। সদর উপজেলার শেখহাটি জামরুলতলা এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে খালিদ হোসেন (২০), নতুন উপশহর এলাকার মোস্তফা কামাল বাবুর ছেলে পাভেল (১৮), ঘুনি আতশীডাঙ্গা গ্রামের নওয়াব আলীর ছেলে ওয়াসিম গাজী (২৫), ঝিকরগাছা উপজেলার ফুলবাড়ীয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রুহুল আমিন (২৫), একই উপজেলার লাউজানী গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম, বোধখালী গ্রামের হাজী নুর মোহাম্মদের ছেলে শেহাব উদ্দিন (৪৮), অভয়নগর উপজেলার মাগুরা গ্রামের ইজ্জত আলীর ছেলে মুকুল (২৪), বাঘারপাড়া উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের নিকমল শিকদারের ছেলে মঈনুল ইসলাম (৩০)।
এর আগে ৬ জানুয়ারি দিনগত রাত থেকে ৭ জানুয়ারি সকাল পর্যন্ত যশোর শহরের পৃথক তিনটি স্থানে পার্কিংয়ে থাকা তিনটি বাসে অগ্নিসংযোগ করে অবরোধকারীরা। এসময় একটি বাসের মধ্যে ঘুমিয়ে থাকা মুরাদ হোসেন (২০) নামে এক হেলপার অগ্নিদগ্ধ হয়।
এসব ঘটনায় ৭ জানুয়ারি বিকেলে যশোর কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) শাহিনুর রহমান বাদী হয়ে বিএনপি জামায়াতের ৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।
এ মামলায় অন্যতম পলাতক আসামিরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবু, যশোর পৌরসভার মেয়র ও নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, তরিকুল ইসলামের ছেলে জেলা বিএনপি সদস্য অনিন্দ্য ইসলাম অমিত, জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুর রশিদ, জেলা বিএনপি সহ-সভাপতি গোলাম রেজা দুলু, জেলা ছাত্রদল সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা যুবদল সভাপতি এহসানুল হক মুন্না প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫