ঢাকা: রাজধানীর দক্ষিণ কমলাপুরে সরদার গার্মেন্টস সংলগ্ন রাস্তায় লেগুনায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় লেগুনা চালক সেলিম (৩৫) দগ্ধ হয়েছেন।
রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।
দগ্ধ চালক বাংলানিউজকে বলেন, আমি মতিঝিল থেকে মুগদা রাস্তায় লেগুনা চালাই। সন্ধ্যার পর দুগদা থেকে খালি লেগুনা নিয়ে মতিঝিল যাচ্ছিলাম। সরদার গার্মেন্টসের সামনে গর্ত থাকায় লেগুনাটির গতি কমালে দুই যুবক কোথায় যাবি বলে থামিয়ে লেগুনায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
সেলিমকে দগ্ধ অবস্থায় পথচারী হারুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা জানান, তার শরীরের ৩৬ ভাগ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
লেগুনা চালক সেলিম মুগদার মদিনাবাগ এলাকায় ভাড়া থাকেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করতে না দেওয়া, খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা ও দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ৫ জানুয়ারি থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫