ঢাকা: শীতকালীন প্রশিক্ষণে গিয়ে স্থানীয় জনসাধারণের কল্যাণে নিজেদের নিয়োজিত করলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার প্রশিক্ষণ এলাকায় গিয়ে সেনাসদস্যরা স্থানীয় জনসাধারণের মাঝে হাঁস-মুরগী বিতরণ করেন।
রোববার (১১ জানুয়ারি) সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে ভাউমান টালাবহ মডেল হাই স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্ধোধন করেন সেনাবাহিনীর সাভার এরিয়া কমান্ডার ও ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান।
এছাড়াও গরু মোটাতাজাকরণ বিষয়ক পরামর্শ দেওয়া, গবাদিপশুর জন্য ঘাসচাষ, গবাদিপশু পালন, খামার ব্যবস্থাপনাসহ গবাদিপশুর সাধারণ রোগের লক্ষণ ও প্রতিকার বিষয়ে সেনা সদস্যরা পরামর্শ দেন।
আরভিঅ্যান্ডএফ ডিপো ও মিলিটারি ফার্ম সাভারের ব্যবস্থাপনায় চিকিৎসা প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরভিঅ্যান্ডএফ ডিপোর অধিনায়ক কর্নেল নাজির আহমদ, মিলিটারি ফার্মের অধিনায়ক লে. কর্নেল হারুন আল রশিদ, লে. কর্নেল মো. তুহিন হাসান, মেজর মো. মোশফেকুজ্জামান খান, মেজর আসাদুজ্জামান চৌধুরী, স্থানীয় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুদ্দিন আহমদ সুজন।
সেনাবাহিনীর এক কর্মকর্তা বাংলানিউজকে জানান, চিকিৎসা ক্যাম্পে চার হাজার ৫শ’ ৩০টি গরু, ৪০টি মহিষ, এক হাজার ৭শ’টি ছাগল, ২শ’টি ভেড়া, ১০ হাজার হাঁস-মুরগীকে বিনামূল্যে টিকা ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
টালাবহ গ্রামের বৃদ্ধ সামছুদ্দিন মিয়া বাংলানিউজকে জানান, তার গোয়ালের একটি গরু বেশ কিছুদিন ধরে কৃমি রোগে ভুগছিলো। সেনা সদস্যরা যেভাবে তার গরুটিকে চিকিৎসা দিয়েছেন, তা নিজের চোখেই তিনি বিশ্বাস করতে পারছেন না!
স্থানীয় জমিলা বেগম নামে এক গৃহিণী জানান, আমাদের তারা হাসঁ-মুরগী দিয়েছেন। এখন আমাদের অভাব একটু হলেও কমবে।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫