বান্দরবান: বান্দরবানে বিপুল ত্রিপুরা (৩৫) নামে এক যুবককে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা।
অপহরণের চারদিন পর রোববার (১১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্জধন পাড়া থেকে তার হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
বিপুল ত্রিপুরার বাড়ি জেলার রুমা উপজেলার ইডেন পাড়ায়।
বুধবার রাতে বিপুল ত্রিপুরা ঐ ব্যক্তিরা একদল সন্ত্রাসী অপহরণ করে নিয়ে যায়। জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিপুল ত্রিপুরা চট্টগ্রামের ইপিজেডে চাকরি করতো।
গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাথোয়াই চিং মার্মা জানান, কিছুদিন আগে বিপুল দুর্জধন পাড়ায় তার শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। বুধবার সেখানে সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। রোববার বিকেলে লাকড়ি বিক্রেতারা পাহাড়ে তার হাত-পা বাঁধা মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, কিছুদিন আগে স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যের সঙ্গে বিপুল ত্রিপুরার ঝগড়া হয়। এ ঘটনার পর থেকে তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫