ময়মনসিংহ: ‘একটা মশাল মিছিল দৌড়াইয়্যা আসতাছে। কিছু বুঝে উঠার আগেই ধাবধুব বাইড়াইয়্যা আমার গাড়ির গ্লাস ভাঙে।
বাংলানিউজের কাছে এভাবেই ক্ষোভ প্রকাশ করছিলেন ভাঙচুর হওয়া এক গাড়ির (ঢাকা মেট্রো-গ-১৯-৪১৮২) মালিক আরিফ সিদ্দিকী সুমন। ময়মনসিংহ শহরের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান তিনি। রোববার রাতে হরতালের সমর্থনে বের হওয়া জেলা ছাত্রদলের ঝটিকা মশাল মিছিল থেকে ভাংচুর চালানো হয় তার গাড়িটিতে।
নিজের মালিকানাধীন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের একজন চিকিৎসককে আনতে ওই পথে যাচ্ছিলেন সুমন। কিন্তু মাঝপথেই ঘটে বিপত্তি। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আক্ষেপ করে সুমন বলেন, বাচ্চাদের স্কুলে আনা-নেয়ার জন্য গাড়িটি কিনেছিলাম। কিন্তু সেই গাড়িটি বিএনপি-জামায়াত ভাঙলো।
হরতাল-অবরোধের রাজনীতির বিকল্পপন্থা রাজনীতিকদেরই বের করা উচিত বলে মন্তব্য করে সুমন বলেন, আন্দোলন করার অধিকার সব রাজনৈতিক দলেরই আছে। কিন্তু সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি করে কোন আন্দোলন সফল হয়েছে- এমন নজির নেই।
বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫