ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যুদ্ধাপরাধ ইস্যুকে ঢাল হিসেবে ব্যবহার না করার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
যুদ্ধাপরাধ ইস্যুকে ঢাল হিসেবে ব্যবহার না করার আহ্বান অধ্যাপক আনু মুহাম্মদ

ঢাকা: যুদ্ধাপরাধ ইস্যুকে ঢাল হিসেবে ব্যবহার না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
 
সোমবার (১২ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।


 
‌তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা পরবর্তী নারায়ণগঞ্জের বাস্তবতা ও রাষ্ট্রের উদাসিনতা শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
 
সংবাদ সম্মেলনে আনু মুহাম্মদ বলেন, দেশে যুদ্ধাপরাধের বিচার শুরু হয়েছে। কিন্তু এখন মনে হচ্ছে যুদ্ধাপরাধ ইস্যুকে সরকার তার সব অপকর্ম ঢাকার ঢাল হিসেবে ব্যবহার করতে শুরু করছে। যা আমরা গ্রহণ করতে পারছি না। যখনই দেশে কেউ কোনো আন্দোলন শুরু করে বা সরকারের অপকর্মের বিরুদ্ধে কথা বলে তখনই তা চাপা দেওয়ার জন্য যুদ্ধাপরাধ বিষয়টিকে সামনে আনা হচ্ছে।

তাই যুদ্ধাপরাধ ইস্যুকে ঢাল হিসেবে ব্যবহার না করতে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি।
 
পুলিশ-র‌্যাবের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, পুলিশ-র‌্যাব জনগণের নিরাপত্তা না দিয়ে, সন্ত্রাসীদের রক্ষার ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। তারা নিরাপত্তা বাহিনী হিসেবে কাজ করলেও বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে পড়ছে।
 
এ সময় তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রীই দেশের কেন্দ্রীয় ব্যক্তি। দেশে ভালো কিছু হলে তিনি তার সুফল নেন। তাই দেশে হত্যা, খুন, গুম হলে তার দায়-দায়িত্বও প্রধানমন্ত্রীকে নিতে হবে। ত্বকী হত্যার স্পষ্ট প্রমাণ থাকলেও, আলামত থাকা সত্ত্বেও কেন বিচার করা হচ্ছে না? এটার দায়ও প্রধানমন্ত্রীকে নিতে হবে।
 
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন- অধ্যাপক  সিরাজুল ইসলাম চৌধুরী, উদিচী শিল্পগোষ্ঠীর সভাপতি কামাল লোহানী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।