ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিক্ষিকা অঞ্জলি দেবী হত্যার বিচার দাবি নার্সদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
শিক্ষিকা অঞ্জলি দেবী হত্যার বিচার দাবি নার্সদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চট্ট্রগ্রাম নার্সিং    কলেজের সিনিয়র শিক্ষিকা অঞ্জলি দেবী হত্যার বিচার দাবি করেছে নার্সদের বিভিন্ন সংগঠন।

সোমবার (১২ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।



স্বনাপ, বিবিএনসিটিএ, বিইনাএ-সহ নার্সদের বেশ কয়েকটি সংগঠনের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা দাবি করেন, অঞ্জলি দেবী হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে সনাক্ত করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তি দিতে হবে।
স্বল্প সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় না আনলে সর্বস্তরের নার্সদের পক্ষ হতে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুমকিও দেন তারা।

সমাবেশে বক্তব্য দেন- স্বাধীনতা নার্সেস পরিষদের (স্বানাপ)’র সভাপতি রাজীব কুমার বিশ্বাস, বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশনের (বিবিজিএসএনএ) সভাপতি নাসিমুল হক ইমরান,, বাংলাদেশ বেসিক নার্সিং কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের (বিবিএনসিটিএ) সভাপতি কোহিনুর বেগম প্রমুখ।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের কয়েকশ’ নার্স। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে দোয়েল চত্ত্বর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শেষ হয়।

গত ১০ জানুয়ারি বাসা হতে কর্মস্থলে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান অঞ্জলি দেবী।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।